ভারতীয় রুপির রেকর্ড পতন

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 21:43:57

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। শেষ তথ্য অনুযায়ী ডলারের বিপরীতে রুপি কেনাবেচা হচ্ছে ৭৫.৭০ থেকে ৭৬.১০ এর মধ্যে।

সোমবার (২৩ মার্চ) সকালের দিকে প্রথমবারের মতো ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দাম ৭৬ রুপির উপরে উঠে যায়।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এ তথ্য জানিয়েছে।

গত সাত দিন ধরে রুপির মান ধরে রাখার চেষ্টা করে যাচ্ছিল ভারত, তবে শেষ রক্ষা হয়নি।

জয়ালুক্কাস এক্সচেঞ্জের নির্বাহী পরিচালক অ্যান্টনি জস বলেছেন, বিদেশি বিনিয়োগকারীরা দেশীয় (ভারত) বাজার থেকে সরে আসছেন। ভারতের রিজার্ভ ব্যাংক অস্থিরতা কমাতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, গত সপ্তাহের পর থেকে ভারতের বৈদেশিক মুদ্রার মজুদও হ্রাস পেয়েছে, আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এদিকে ডলার বিপরীতে বাংলাদেশি মুদ্রা ৮৪.৮১ টাকা, পাকিস্তানি রুপি ১৫৯.১৪ এবং নেপালি রুপি ১১৯.৮৮ দরে বিক্রি হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর