করোনাভাইরাস উচ্চ তাপমাত্রায় ‘অত্যন্ত সংবেদনশীল’, এজন্য গ্রীষ্মকালে এর সংক্রমণ তুলনামূলকভাবে কমে যাবে বলে— চীনের গবেষকদের এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
সোমবার (২৩ মার্চ) চীনের স্থানীয় সংবাদমাধ্যম সাউথচায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাস (কোভিড-১৯) গরমে কিংবা উচ্চতাপমাত্রায় ‘অত্যন্ত সংবেদনশীল’ যা এর বিস্তারকে বাধা দেয়। তবে গ্রীষ্মে মরে যাবে না এ ভাইরাস। কেবল সংক্রমণ কমে যাবে। এটি সাধারণ ফ্লুর মতো নয় যে গরমে ভাইরাসটি জীবিত থাকবে না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঋতু পরিবর্তন হলে করোনাভাইরাস মরে যাবে এটি ভুল ধারণা। তবে এর সংক্রমণ কমে যেতে পারে। এর জীবাণুটি কেবল ঠান্ডা বা ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমিত করে তবে গরমে মরে যায় না।
চীনের গুয়াংডং প্রদেশের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের একটি দল এই সমীক্ষাটি করে। নতুন এ করোনভাইরাসটি ঋতু ও তাপমাত্রার পরিবর্তনের ফলে প্রভাবিত হতে পারে কিনা এটাই ছিল সমীক্ষায় দেখার বিষয়।
গবেষনায় উঠে আসে— কোভিড-১৯ তাপমাত্রায় সংক্রমণ উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে। ভাইরাসটি উচ্চ তাপমাত্রার প্রতি অত্যন্ত সংবেদনশীল। এতে উষ্ণ দেশগুলোতে এ ভাইরাস ছড়িয়ে পড়তে বাধা দিতে পারে। অন্যদিকে ঠান্ডা তাপমাত্রায় এ ভাইরাসটি ঠিক বিপরীত প্রতিক্রিয়া দেখাবে। অর্থাৎ ঠান্ডা বা শীত ঋতুতে এ ভাইরাসের সংক্রমণ বেড়ে যায়। এজন্য শীতপ্রধান দেশগুলোতে উচ্চমাত্রায় সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে।
একইসঙ্গে অনেক দেশের গবেষণা বলছে, আবহাওয়া উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা দুর্বল হতে পারে এ ভাইরাস।
হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন, অতি দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস তাপামাত্রায় ভেদে প্রভাব রাখে। ঠান্ডা তাপমাত্রায় এর সংক্রমণ বেড়ে গেলেও গরমে এ ভাইরাস সংক্রমণ অনেকাংশে কমে যায়। ঠান্ডা আবহাওয়ায় ভাইরাসটি বেঁচে থাকার জন্য বেশি উপযোগী, যেখানে গরম আবহাওয়া এ ভাইরাসের সংক্রমণ কমিয়ে দেয়।