জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল করোনাভাইরাসে আক্রান্ত নন। আক্রান্ত এক ডাক্তারের সংস্পর্শে আসায় জার্মান চ্যান্সেলরও ভাইরাসটিতে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হয়েছিল।
এ কারণে গত রোববার (২২ মার্চ) অ্যাঙ্গেলা মেরকেল নিজে থেকেই সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) চলে যান।
সোমবার (২৩ মার্চ) জার্মানির সরকারের একজন মুখপাত্র করোনা পরীক্ষায় মেরকেলের নেতিবাচক রেজাল্ট আসার খবর জানান। তিনি বলেন, জার্মান চ্যান্সেলরের আরো কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এদিন সকালে জার্মান ভাইস চ্যান্সেলর ওলাফ স্কল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মেরকেল সুস্থ আছেন, তিনি বাড়ি থেকে কাজ করছেন।