মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সের তিন চিকিৎসক মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স ন্যাশনাল হেল্থ এজেন্সি।
চিকিৎসকরা সকলেই ছিলেন উত্তর-পূর্ব ফ্রান্সের গ্র্যান্ড এস্ট অঞ্চলের। এদের মধ্যে একজন মোসেলের এবং আরেকজন কলমারের সাধারণ অনুশীলনকারী এবং মুলহাউসের একজন প্রসূতি-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন।
প্যারিস পাবলিক হাসপাতালের এক মুখপাত্র সিএনএনকে জানান, সব মিলিয়ে প্যারিস অঞ্চলে ৪৯৯ জন মেডিকেল কর্মী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ৩২ শতাংশ চিকিৎসক এবং ১৫ শতাংশ নার্স রয়েছেন। এছাড়া রোগীদের মধ্যে তিনজনকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়।