সমগ্র ভারত লকডাউন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:51:50

করোনা পরিস্থিতি মোকাবিলায় ২১ দিনের জন্য লকডাউন হচ্ছে সম্পূর্ণ ভারত।

মঙ্গলবার (২৪ মার্চ)  দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ সময় তিনি ন্যাশনাল লকডাউনের ঘোষণা দেন।

ভাষণে মোদি বলেন, রাত ১২টা থেকেই কার্যকর হচ্ছে লকডাউন। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। ২১ দিনের জন্য নাগরিকদের ঘরে থাকতে হবে।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলার জন্য সোশ্যাল ডিস্ট্যান্সিং একমাত্র পথ ৷ লকডাউনে নিত্যপ্রয়োজনীয় সব জিনিস বাজারে পাওয়া যাবে। খাদ্যদ্রব্য, ওষুধপত্র কেনার জন্য সাধারণ মানুষ বাইরে বেরোতে পারবেন। হাসপাতাল, ব্যাংক, থানা খোলা থাকবে। 

মোদি বলেন, এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে প্রতিটি ভারতীয়, প্রতিটি পরিবারের জন্য। এর জন্য হয়তো দেশকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কিন্তু দেশের মানুষের সুরক্ষার জন্য এটাই করণীয়।

তিনি বলেন, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হলে ২১ দিনের লকডাউন আবশ্যিক। যদি আমরা এই ২১ দিনকে ম্যানেজ করতে না পারি তাহলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে।

করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে ভারতে সোমবার বন্ধ হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। এর আগেই আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

ভারতে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১০ জনের। এই পরিস্থিতিতে ঘোষণা এলো লকডাউনের। যদিও বেশ কয়েকটি রাজ্যে আগে থেকেই লকডাউন চলছিল।

এ সম্পর্কিত আরও খবর