করোনা: নাগরিকদের প্রতি কঠোর হচ্ছেন ট্রুডো

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 10:30:07

করোনা পরিস্থিতি মোকাবিলায় কঠোর হচ্ছে কানাডা। যদি কোনো নাগরিক সরকারি গাইডলাইন মেনে না চলেন তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নিজ বাসভবন থেকে সংবাদ সম্মেলনে আসেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় তিনি হুঁশিয়ারি দেন।

ট্রুডো বলেন, আমরা বর্তমানে কী করছি তার ওপর নির্ভর করছে এই সংকট কত দীর্ঘ হবে। যদি আমাদের এই সংকট থেকে মুক্তি পেতে হয় তবে আমাদের এখন বাড়িতে থাকা উচিত।

এদিকে, করোনা মোকাবিলার অংশ হিসেবে ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে না যাওয়ার সিদ্ধান্ত নেয় কানাডা।  এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্তে লাগাম টানতে রাজি হয়েছেন ট্রুডো।  

কয়েকদিন পূর্বে স্ত্রীর করোনা লক্ষণ দেখা দেওয়ায় স্বেচ্ছা সঙ্গরোধে যান ট্রুডো।

এ সম্পর্কিত আরও খবর