রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের সেভেরো এলাকার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, বুধবারের (২৫ মার্চ) এ ভূমিকম্পটির কেন্দ্র সমুদ্র থেকে ২১৮ কিলোমিটার দূরে ৫৬ কিলোমিটার গভীরে।
মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, এ ভূম্পনটি বিশ্লেষণ করে সুনামি সতর্কতার কথা জানিয়েছিল মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তবে জাপানের আবহাওয়া কর্মকর্তারা এর জন্য কোনো সতর্কতা জারি করেননি। তারা বলেছেন যে এতে সুনামি নয়, সামান্য জোয়ারের পরিবর্তন হতে পারে।