ব্রিটেনের প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকালে ক্লারেন্স হাউজ এক বিবৃতিতে ৭১ বছর বয়সী চার্লসের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানায়।
তার ৭২ বছর বয়সী স্ত্রী ক্যামিলারও (ডাচেস অব কর্নওয়াল) করোনা পরীক্ষা করা হয়েছিল, তবে তার দেহে করোনা পাওয়া যায়নি।
বিবৃতিতে আরো বলা হয়, প্রিন্স চার্লসের দেহে করোর মৃদু লক্ষণ দেখা দিয়েছে। এছাড়া তার শারীরিক অবস্থা ভালো। তিনি ও তার স্ত্রী বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে সেল্ফ আইসোলেশনে আছেন।গত কয়েক দিন ধরে তারা বাড়িতে বসেই সব কাজ করছেন। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) অ্যাবারডিনশায়ারে তারা করোনা আক্রান্ত কি না, সে পরীক্ষা করা হয়।