বিশ্বব্যাপী ৩০০ কোটি মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে

বিবিধ, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 13:59:49

করোনাভাইরাসের হুমকি থেকে বাঁচতে বিশ্বজুড়ে ৩০০ কোটি মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এক সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করতে প্রায় ৭০টি দেশ ও অঞ্চলের সরকার তিনশো কোটিরও বেশি মানুষকে ঘরে বসে থাকতে বলেছে।

আর্জেন্টিনা, ব্রিটেন, ফ্রান্স, ভারত এবং ইতালির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশ বাধ্যতামূলকভাবে লকডাউন ব্যবস্থা প্রয়োগ করেছে।  অন্যরা কারফিউ, কোয়ারান্টাইন এবং অন্যান্য সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলছে।

তবে বেশিরভাগ দেশের মানুষকে এখনও বাইরে কিছু কেনাকাটা ও চিকিৎসার জন্য বাইরে বের হতে দেখা যাচ্ছে। 

জনসংখ্যার পরিসংখ্যান তথ্যমতে, ২০২০ সালের মার্চ পর্যন্ত বিশ্বে মোট জনসংখ্যা ৭৮০ কোটি।

এ সম্পর্কিত আরও খবর