মহামারি নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে সমস্ত ধরণের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করল রাশিয়া। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাশিয়ার সরকার থেকে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার সরকারি বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
দেশটির সরকারি ওয়েবসাইটের বরাতে রয়টার্স জানায়, রাশিয়ান সরকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে নিয়মিত ও চার্টার ফ্লাইট স্থগিত করার নির্দেশনা দিয়েছে। আর ২৭ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে।
তবে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া রাশিয়ানদের ফিরিয়ে আনতে ও সরকার কর্তৃক বিশেষ প্রয়োজনে দেশটির সরকারি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে বলে ওয়েবসাইটে জানানো হয়।