করোনায় আতঙ্কের শহর নিউইয়র্ক!

আমেরিকা, আন্তর্জাতিক

লুৎফে আলি মহব্বত, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:47:41

'২৫ বছর নিউইয়র্কে আছি কিন্তু এমন ভয়াবহ পরিস্থিতি কখনো দেখিনি। যে নিউইয়র্ক সর্বক্ষণ জেগে থাকে, কখনো ঘুমায় না, তা এখন আতঙ্কের শহর', ফোনে কম্পিত কণ্ঠে বললেন মাহফুজুল হাসান টোপন। তিনি নিউইয়র্কস্থ কিশোরগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান করোনা বিস্তারের প্রেক্ষাপটে সেখানকার পরিস্থিতি জানতে কথা হয় তার সঙ্গে। বার্তা২৪.কম'কে তিনি জানান, 'বাংলাদেশি কমিউনিটি নিরাপদ আছে। তবে সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক, যার প্রভাব সকলের উপরই পড়ছে।'

মাহফুজুল হাসান টোপন বলেন, 'আমরা জানতে পেরেছি, হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে। অনেক মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে ঘরে থাকার জন্য। এমন পরিস্থিতি সত্যিই বর্ণনাতীত।'

তিনি বলেন, 'নিউইয়র্কের চিরচেনা চেহারা নেই। থমথমে ও ভূতুড়ে রূপ পেয়েছে পুরো শহর। টিউব, বাসস্টপ, এভিনিউ, মল খা খা করছে। জনশূন্য শহরে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া বিশেষ কিছু চলছে না। রাতের পরিস্থিতি হচ্ছে আরও ভয়ঙ্কর। সুনশান নিরবতায় ও করোনা আতঙ্কে দমবন্ধ অবস্থায় বাস করছে মানুষ।'

এদিকে প্রাপ্ত তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি দ্রুত বিস্তৃত হচ্ছে। চরম ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে চলে এসেছে। করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৯৪২জন। এর মধ্যে ওয়াশিংটনে ১০১ জন ও নিউইয়র্কে ১৯৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে নিউইয়র্ক। আক্রান্ত ও মৃত্যু দুটোতেই এগিয়ে রয়েছে অঙ্গরাজ্যটি, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রতিমুহূর্তে। বিশ্বের অন্যতম প্রাণবন্ত শহর নিউইয়র্ক করোনায় আঘাতে পর্যদুস্ত ও প্রাণহীন। সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও অবনতি হলে নিউইয়র্ক চরম মানবিক বিপর্যয় ও সঙ্কটের সম্মুখীন হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর