করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে এয়ারলাইন্স সংস্থাগুলো আঞ্চলিকভাবে এই ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির গণমাধ্যম শিন হুয়া এসব তথ্য দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার (২৫ মার্চ) পরিবহন বিভাগের কর্মকর্তা ওয়াং এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, 'আমরা এখনই হুবেইয়ের উহান-বিমানবন্দরগুলিতে বাণিজ্যিক যাত্রীবাহী প্লেনগুলো পুনরায় চালু করার জন্য চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসনের কাছে আবেদন করছি'।
'এর আওতায় উহান ও বেইজিংয়ের মধ্যে ওয়াং বেনজু ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু করার কথা জানানো হয়।
ওয়াং বলেন, ইতিমধ্যেই হুবেই প্রদেশ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কার্গো ফ্লাইটগুলোর কার্যক্রম আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে, আগামী শনিবার থেকে প্রদেশটির ইনবাউন্ড ট্রেনগুলো স্টেশনে পোঁছাবে। ৮ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাওয়া সব কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের এই প্রদেশটিতে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশটির সরকার আঞ্চলিক, আন্তর্জাতিক ফ্লাইটসহ সকল প্রকার যান চলাচল বন্ধ ঘোষণা করে।