করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে নতুন করে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ইতোমধ্যে ইরানে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৮৩৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
নুতন করে ১৫৭ জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহারিন সংখ্যা ২২৩৪ জনে দাঁড়ালো বলে জানায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, ইরানে গত ২৪ ঘণ্টায় ২৩৮৯ জন সংক্রমিত হয়েছে, এতে মোট সংকমিতের সংখ্যা ২৯,৪০৬ জনে পৌঁছেছে।