চীনের পর করোনা সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে ইতালিতে। এই মারণ ভাইরাসের কালো থাবায় প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন। আক্রান্তও হচ্ছেন হাজার হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭১২ জন মারা গেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন। এ নিয়ে ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৩৯ এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৮ হাজার ২১৫ জন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইতালিতে ৯৯৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৩৬১ করোনা রোগী সুস্থ হয়েছেন।
ইতালি নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানিয়েছেন।
এদিকে করোনায় বিপর্যস্ত ইতালিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ চিকিৎসক।
এছাড়া করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৬ হাজার ২০৫ জন স্বাস্থ্যকর্মী। যা দেশের মোট আক্রান্ত রোগীর প্রায় ৮ দশমিক ৩ শতাংশ।