করোনা মানব জাতিকে ‘একই নৌকায়’ তুলেছে: পোপ

ইউরোপ, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 14:49:06

করোনা সংকট মানব জাতিকে ‘একই নৌকায়’ তুলেছে। আমরা সবাই একে অপরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজনে একসঙ্গে চলার জন্য আহ্বান জানাই।

শুক্রবার ( ২৭ মার্চ) ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিস প্রার্থনা করার সময় একথা বলেন।

পোপ বছরে দুইবার সেন্ট পিটারের এই চত্বরে ১০ হাজার ভক্তের সামনে প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন যা মহামারির আক্রমণে বন্ধ রয়েছে। কিন্তু বৃষ্টিস্নাত শুক্রবারের সন্ধ্যায় একাকী হেটে, ভিজে- বেসিলিকার সিঁড়ি থেকে তিনি একটি অসাধারণ প্রার্থনা ছড়িয়ে দেন “উরবি এট অরবি” (শহর থেকে বিশ্বে)।

প্রার্থনা করছেন পোপ

তিনি বলেন, আমাদের জনপথ, রাস্তাঘাট, গ্রাম-শহরগুলোতে অন্ধকার নেমে এসেছে। এ সংকটকে সংহতির পরীক্ষা হিসাবে দেখতে এবং মানবাধিকারের মূলভিত্তিগুলো অনুসরণ করতে আহ্বান জানাই।

পোপ ফ্রান্সিস বলেন, যে ভাইরাস আমাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে যারা অতিমাত্রায় ভোগ বিলাস প্রতিদিনের নিয়ম করে ফেলেছে। তাদের দুর্বলতা মানুষের প্রকাশ হয়ে পড়েছে।

সেন্ট পিটার্স স্কয়ার

তিনি চিকিৎসক, নার্স, সুপারমার্কেট কর্মচারী, ক্লিনার, স্বেচ্ছাসেবক, পরিবহন শ্রমিক, পুলিশ এবং স্বেচ্ছাসেবীদের প্রশংসা করে বলেন, তারা বিশ্বে ধনী বা বিখ্যাত নয়। কিন্তু তারাই বর্তমানে নির্ণায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

পোপ বলেন, সৃষ্টিকর্তা সবাইকে পুনরায় জাগ্রত হয়ে চেষ্টা চালিয়ে এই মুহূর্তে শক্তি, সমর্থন এবং সক্ষম হওয়ার কথা বলেছেন।

এ সম্পর্কিত আরও খবর