জার্মানিতে ২০ এপ্রিলের আগে শিথিলতা নয়

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 23:29:26

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জার্মানিতে নেওয়া পদক্ষেপগুলো অন্তত ২০ এপ্রিলের আগে শিথিল করা হবে না। এক জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অ্যাঙ্গেলা মেরকেলের চ্যান্সেলরির প্রধান হেলজ ব্রন ।

শনিবার (২৮ মার্চ) ব্রন ত্যাগেস্পিগেলের অনলাইন সংস্করনকে জানান, ‘আমরা ২০ এপ্রিলের আগে কোনো শিথিলতার কথা ভাবছি না। ২০ এপ্রিলের পর সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হবে কিনা।’

মার্চের মাঝামাঝিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জার্মানির সব স্কুল, দোকান, রেস্টুরেন্ট, খেলার মাঠ এবং অন্যান্য ক্রীড়ার স্থান বন্ধ করে দেওয়া হয়। অনেক কোম্পানি ভাইরাসের বিস্তার ঠেকাতে তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে।

ব্রন বলেন, ‘আমি দেখছি, জার্মানিতে জনগণ উল্লেখযোগ্য ভাবে নিয়ম মানছে। এবং সে কারণেই আমার মনে হয় খুব শিগগিরই এর সুফল দেখতে পাবো।’

জার্মানির রবার্ট কচ ইন্সটিটিউট ফর ইনফেকশাস ডিজিজের তথ্য অনুযায়ী, দেশটিতে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪২ হাজার ২৮৮ এবং মৃতের সংখ্যা ২৫৩।

এ সম্পর্কিত আরও খবর