আমিরাতে গাড়িতে বসেই করোনা পরীক্ষা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:29:10

সংযুক্ত আরব আমিরাতে গাড়িতে বসেও করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করানো যাচ্ছে। দেশটিতে সম্প্রতি ভ্রাম্যমাণ করোনা পরীক্ষার এ  উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে আরব নিউজ।

আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন জায়েদ তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি টুইট করেছেন।

 টুইটে তিনি লিখেছেন, আমি ভ্রাম্যমাণ করোনা পরীক্ষা সেন্টারটিতে গিয়েছিলাম। এটি স্থাপন করেছে শেহা (আবুধাবি হেলথ সার্ভিসেস কোম্পানি)। মেডিকেল টিমের সদস্যরা আমাদের নিরাপদ রাখছেন।

শনিবার (২৮ মার্চ) আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ৬৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪৬৮ জন।

এ সম্পর্কিত আরও খবর