করোনা: সোমবার থেকে মস্কোজুড়ে সঙ্গরোধ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:37:37

করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করতে যাচ্ছে রাশিয়ার মস্কো। শহরটিতে নাগরিকরা কেবল জরুরি প্রয়োজনে বাইরে যেতে পারবেন। অর্থাৎ মস্কোতেও শুরু হচ্ছে সঙ্গরোধ।

বিবিসি জানায়, মস্কো কর্তৃপক্ষ বলছে, সোমবার (৩০ মার্চ) থেকে নগরবাসী শুধুমাত্র অতি জরুরি স্বাস্থ্যসেবা নিতে বাইরে যেতে পারবেন। যাদের কাজে না গেলেই নয়, তাদেরও যে বাধা নেই। নিত্যপণ্য ও ওষুধের দোকানে যাওয়া যাবে। এছাড়াও গৃহস্থালির বর্জ্য ফেলতেও ঘরের বাইরে বেরোনো যাবে। তবে এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মস্কোর মেয়র সার্জেই সোবায়ানিন তার ব্লগে লিখেন, নাগরিকরা বাড়ি থেকে ১০০ মিটারের বাইরে যেতে পারবেন না।

করোনা পরিস্থিতি অনেকটাই সামলে নিয়েছে রাশিয়া। রোববার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১,৫৩৪ জন।

এ সম্পর্কিত আরও খবর