পাকিস্তানে ট্রেনে মোবাইল আইসোলেশন ওয়ার্ড

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 09:46:30

করোনাভাইরাস সংকটে পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। ফলে পাকিস্তান রেলওয়ে ট্রেনের বিজনেস ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কোচগুলোকে মোবাইল আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করেছে। এখানে আক্রান্ত রোগীদের জন্য প্রায় ২ হাজার বেড প্রস্তুত করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাওয়ালপিন্ডি রেলস্টেশনে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশীদ আহমদ।

তিনি বলেন, ‘এই মোবাইল আইসোলেশন ওয়ার্ডগুলো এখন প্রস্তুত। প্রয়োজনে রেল ট্র্যাকের সঙ্গে সংযুক্ত দেশের যে কোনো জায়গায় পাঠানো যেতে পারে।

সব মিলিয়ে ২২০টি কোচকে মোবাইল আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। প্রতিটি কোচের নয়টি বগি রয়েছে, যার অর্থ একটি বগিতে নয়টি ওয়ার্ড পাওয়া যায়।

এছাড়া, পাকিস্তান রেলের সাতটি বিভাগে রাওয়ালপিন্ডি, পেশোয়ার, লাহোর, করাচি, কোয়েটা, সুক্কুর এবং মুলতানের রেলওয়ে হাসপাতালে ভেন্টিলেটরসহ ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর