করোনা পরিস্থিতি নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ

আমেরিকা, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 04:39:14

জ্বালানি তেলের দাম ও করোনাভাইরাস মহামারি নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (৩০ মার্চ) টেলিফোনে তারা এসব আলোচনা করেন। ফোনালাপের পর ট্রাম্প বলেছেন, মস্কো মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া জন্য চাপ দিচ্ছে।

যুক্তরাষ্ট্র বেশকিছু ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা ‘দীর্ঘক্ষণ’ ধরে ফোনে কথা বলেছেন। দুই দেশের রাষ্ট্রপতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে একে অন্যকে সহযোগিতা করতে আলোচনা করেছেন।

পৃথক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সামাজিক দূরত্বের ফলে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠতে জি-২০ দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে একমত হয়েছেন ট্রাম্প এবং পুতিন। উভয় নেতা তেলের বাজারে অস্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর