বিক্রিতে রেকর্ড গড়েছে যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলো

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 10:00:48

মার্চে বিক্রিতে রেকর্ড গড়েছে যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলো। তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কান্তারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি।

সুপারমার্কেটগুলোর জন্য সবচেয়ে ব্যস্ত সময় ছিল ১৬-১৯ মার্চ। এ সময় ৮৮ শতাংশ পরিবার কেনাকাটার জন্য ভিড় করে।

গত চার সপ্তাহে, সুপারমার্কেটের বিক্রয় ২০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পায়।

কান্তার-এর কর্মী ফ্রেজার ম্যাককেভিট বলেন, গত চার সপ্তাহে ১০ দশমিক ৮ বিলিয়ন পাউন্ড বিক্রি করে সুপার মার্কেটগুলো। এ পরিমাণ বিক্রি ক্রিসমাসের সময়ও হয় না।

বিক্রি বাড়ার প্রধান কারণ হচ্ছে, করোনাভাইরাসের কারণে মানুষের চলাচল সীমাবদ্ধ হয়ে আসছিল। এ কারণে নাগরিকরা বারবার দোকানগুলোতে ভিড় করছিল। এছাড়া অন্যান্য বারের চেয়ে তারা বেশি সময় ব্যয় করেছিল। 

গত এক মাস সময় ধরে প্রতিটি পরিবার গড়ে ৬২ দশমিক ৯২ পাউন্ড অতিরিক্ত ব্যয় করে।

এ সম্পর্কিত আরও খবর