ফিলিপাইনে লকডাউন অমান্য করলে গুলির নির্দেশ

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 07:37:28

ফিলিপাইনে লকডাউন অমান্য করলেই পুলিশ ও সামরিক বাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই নির্দেশ দেন।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধ করতে হলে এই সংকটকালীন সময়ে সরকারের দেওয়া সকল নির্দেশনা নাগরিকদের মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, 'খেয়াল রাখতে হবে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের যেনো কোনো ধরনের ক্ষতি না হয়। তাদের কোনো ক্ষতি হলে সেটা মারাত্মক অপরাধ বলে গণ্য করা হবে।। আমি পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছি, যদি কেউ লকডাউন অমান্য করে বাড়ির বাইরে বের হয়ে কোনো ধরনের সমস্যা তৈরি করে তাদের দেখা মাত্রই গুলি করবেন'।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশটিতে মাসব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের পর কোনো ত্রাণ সহায়তা না পাওয়ায় রাজধানী ম্যানিলার একটি বস্তির বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। তারই প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট এই ঘোষণা দিলেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ফিলিপাইনে এখন পর্যন্ত ২ হাজার ৩১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছেন অন্তত ৯৬ জন।

এ সম্পর্কিত আরও খবর