কুকুর-বিড়ালের মাংস নিষিদ্ধ করলো চীনের শেনঝেন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:26:45

শেনঝেন চীনের প্রথম কোনো শহর যেখানে কুকুর-বিড়ালের মাংস বিক্রি ও খাওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বন্যপ্রাণীর মাংসের সঙ্গে মহামারি করোনাভাইরাসের যোগসূত্র থাকায় শহরটিতে এই পরিবর্তন আসছে।

শেনঝেন কর্তৃপক্ষ আগামী ১ মে থেকে এ সংক্রান্ত নতুন একটি আইন চালু করতে যাচ্ছে।

হিউম্যানি সোসাইটি ইন্টারন্যাশনাল এর হিসেবে, প্রতিবছর ৩০ মিলিয়ন কুকুর শুধুমাত্র মাংসের জন্য হত্যা করা হয়।

অধিকাংশ চীনা নাগরিক কুকুরের মাংস খেতে চান না কিংবা পছন্দও করেন না।

কুকুর এবং বিড়াল মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর চেয়ে ভালো সম্পর্ক স্থাপন করেছে। এদের মাংস খাওয়া হংকং এবং তাইওয়ানের মতো দেশগুলোতে সাধারণ ব্যাপার।

এ সম্পর্কিত আরও খবর