করোনাভাইরাস মোকাবিলায় দুবাইতে দুই সপ্তাহের লকডাউন

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 02:59:35

বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দুবাইতে টানা দুই সপ্তাহের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) এই ঘোষণা দেওয়া হয় বলে স্থানীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানান দুবাইয়ের সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনার সুপ্রিম কমিটি।

বার্তা সংস্থা ওয়াইএএম জানায়, শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া লকডাউন চলাকালীন সময়ে কোন ব্যক্তি ঘরের বাইরে বের হতে পারবেন না। একটি পরিবারের শুধু একজন ব্যক্তি ঘরের প্রয়োজনীয় জিনিস যেমন- খাদ্য ও ওষুধ কেনার জন্য বাড়ির বাইরে যেতে পারবেন।

যারা এই নিয়ম অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এই পদক্ষেপের পাশাপাশি দুবাইয়ের জনবসতিপূর্ণ এলাকায় করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হবে।

এই শনিবার পর্যন্ত দুবাইতে ২৪১টি নতুন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর