একসাথে কাজ করার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 22:52:26

জাতীয় সংকটে সকলকে একসাথে কাজ করার জন্য বিরোধীদলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাভাইরাস মোকাবিলায় তিনি তাদের মতামত জানতে চান বলে জানিয়েছেন।

জনসন বলেন, সামনের সপ্তাহে এক আলোচনায় দেশের প্রধান চিকিৎসক এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার সাথে সকল বিরোধী দলের নেতাদের তিনি আমন্ত্রণ জানাবেন। তিনি রয়টার্সকে বলেন, ‘দলের নেতা হিসেবে জাতীয় সংকটে একসাথে কাজ করা আমাদের দায়িত্ব’।

সকলকে আমন্ত্রণ জানিয়ে জনসন আরো বলেন, ‘আমি আপনাদের মতামত জানতে চাই এবং কী কী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি সে সম্পর্কে আপনাদের জানাতে চাই। যেমন, করোনা পরীক্ষা দ্রুত বৃদ্ধি এবং দেশব্যাপী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে অর্থনৈতিক সহায়তা প্রদান’।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৪ হাজার ৩১৩ জন।

এ সম্পর্কিত আরও খবর