করোনা যুদ্ধে যুক্তরাজ্য জয়ী হবে: রানি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-04 03:45:16

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্য জয়ী হবে জানিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

রোববার (৫ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

রানী বলেন, সরকারের দেওয়া বিধি অনুসরণ করে শৃঙ্খলা মেনে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে । তাহলে আমরা করোনা যুদ্ধে সফল হব।

৬৮ বছরের রাজত্বকালে জাতির উদ্দেশে এটি রানি দ্বিতীয় এলিজাবেথের চতুর্থ ভাষণ।

করোনার প্রাদুর্ভাবে যুক্তরাজ্যে বাড়ছে বেকারত্ব। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর তার হবু স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। খবর বিবিসি।

জাতির উদ্দেশে রানি বলেন, করোনা মহামারিতে সবাইকে নিজ উদ্যোগে শৃঙ্খলা মেনে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। করোনার কারণে ব্রিটিশরা যে দুঃখ, বেদনা ও আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছেন ভাষণে তাও স্বীকার করেন রানী। ধন্যবাদ জানান জাতীয় স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের। সংকটকালে জীবন বাজি রেখে আক্রান্তদের সেবা দিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন তিনি।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি এক সময় স্বাভাবিক হবে। তখন এ প্রজন্মের ব্রিটিশদের অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর