ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়েছিলেন সুচি

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:34:51

মিয়ানমারের নেত্রী স্টেট কাউন্সেলর অং সান সু চি ফেসবুক ব্যবহারে কিছু সমস্যার মুখোমুখি হওয়ার কথা স্বীকার করেছেন।

রোববার (৫ এপ্রিল) তিনি তার নতুন খোলা ফেসবুক পেজে এ কথা বলেন।

তবে করোনা সংকটে তিনি জনগণের কাছে এর মাধ্যমে পৌঁছাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আমি টাইপ করতে কিছুটা সময় নিয়েছিলাম যেহেতু আমি কেবলই ফেসবুক ব্যবহার শুরু করেছি। তবে আমি জনসাধারণের সাথে যোগাযোগ করতে পেরে আনন্দিত। আমি মনে করি এটিতে অভ্যস্ত হয়ে যাব।’

কোভিড -১৯ সংকটের সময়ে নাগরিকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে গত সপ্তাহে তিনি তার অ্যাকাউন্টটি চালু করেন।

অং সান সু চি ব্যাখ্যা করেন, যে সারা দেশ জুড়ে যারা ভয়াবহ রোগে বাস্তুচ্যুত হয়েছে তাদের সহায়তা করার জন্য সরকার তহবিল গঠন করছে।

‘আমি আপনাকে এই তহবিলে আরও বেশি অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি, আমাদের প্রচুর সমর্থন দরকার।’

তিনি আরও যোগ করেন এই মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জনগণকে ৬৩ লাখ ফেস মাস্ক বিতরণ করবে এবং সরকার আরও ফেস মাস্ক অর্ডার করেছে।

বিদ্যুতের ব্যয় সম্পর্কে অং সান সু চি বলেন বিদ্যুতের বিল আরও কমাতে সরকার ইতোমধ্যে আলোচনা করছে। তিনি আরও জানান, ইতিমধ্যে টেলিযোগাযোগ সংস্থা ইন্টারনেটের হার কমিয়েছে। তিনি জনগণকে একে অপরের প্রতি আরও বিবেচ্য ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা সবাই একই দেশে সমান অধিকার ভোগ করি। 

এ সম্পর্কিত আরও খবর