নমুনা সংগ্রহে দক্ষিণ কোরিয়ার আদলে কেরালায় কিয়স্ক তৈরি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 16:04:05

করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহে দক্ষিণ কোরিয়ায় ব্যবহৃত মডেল কিয়স্কের আদলে এবার কিয়স্ক তৈরি হলো ভারতের কেরালায়।

আপাতত ছয়টি মডেল কিয়স্ক তৈরি করা হয়েছে কেরালার এর্নাকুলামের সরকারি মেডিকেল কলেজে। আপাতত এগুলি জেলার চারটি হাসপাতালের সবগুলোতে থাকবে।

কিয়স্কগুলি কাচের তৈরি যার ভেতরে থাকবেন স্বাস্থ্যকর্মী, যিনি রোগীর নমুনা সংগ্রহ করবেন। এর ভেতর থেকে বাইরে হাত বের করার মতো দুটি ছিদ্র রয়েছে। এই ছিদ্র দিয়ে স্বাস্থ্যকর্মী নিজের হাত বাইরে বের করে লালারস সংগ্রহ করবেন। স্বাস্থ্যকর্মীর সম্পূ্র্ণ দেহ থাকবে কিয়স্কের ভেতরে।

প্রতিটি কিয়স্কের দাম ৪০,০০০ রুপি। এই কিয়স্ক দিয়ে এক ঘণ্টার মধ্যে প্রায় ৪০-৫০টি নমুনা সংগ্রহ করা যাবে। নমুনা সংগ্রহে কিয়স্ক ব্যবহারে পিপিই খরচ অনেকটাই কমে আসবে বলে এনডিটিভিকে জানিয়েছেন কেরালার কলমাসেরি মেডিকেল কলেজের চিকিৎসক ডা. গণেশ মোহন।

এর্নাকুলাম জেলা প্রশাসন জানিয়েছে, এই প্রথম ভারতে এরকম কিয়স্ক তৈরি হলো। একই জিনিস গঠন করা হবে ঝাড়খণ্ডের একটি হাসপাতালেও।

প্রতিটি রোগীর লালারস সংগ্রহ করার পর স্বাস্থ্যকর্মীর গ্লাভস থেকে শুরু করে কিয়স্কের সামনের টেবিল, চেয়ার, যেখানে রোগী বসে লালারস দেবেন, তা জীবাণুমুক্ত করা হবে।

এ সম্পর্কিত আরও খবর