ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আইসিইউতে

, আন্তর্জাতিক

আর্ন্তজাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 17:49:50

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের এসটি থমাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয় তাকে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ১০ নং ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের মুখপাত্র জানান- প্রধানমন্ত্রী বরিস জনসন এই সময়টায় পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক র‌্যাবকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বরিস জনসন কদিন আগে নিজেই এক টুইট বার্তায় জানান- করোনাভাইরাসের উপসর্গ তার শরীরে দেখা গিয়েছে। পরে টেস্ট করা হলে তিনি করোনাভাইরাসে পজিটিভ প্রমাণিত হন। সেসময় স্বেচ্ছায় আইসোলেশনে যান বরিস জনসন।

এ সম্পর্কিত আরও খবর