বরিস জনসনের স্বাস্থ্যের উন্নতি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-05 22:43:21

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

করোনাভাইরাসে আক্রান্ত হযে গত রোববার থেকে সেন্ট টমাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরিস জনসন।

বুধবার রাতটি প্রধানমন্ত্রী বরিসের বেশ ভালো কেটেছে বলে জানিয়েছেন চ্যান্সেলর ঋষি সুনাক।

গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সেন্ট টমাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বরিস জনসনের স্বাস্থ্যের উন্নতির কথা জানিয়েছেন ডাউনিং স্ট্রিটের এক সরকারি মুখপাত্র।

দেশব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দারুণভাবে চিকিৎসা সেবা দেওয়ায় দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগের (এনএইচএস) স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বরিস জনসন।

ডাউনিং স্ট্রিটের ওই সরকারি ওই মুখপাত্র বলেন, হাসপাতালে প্রধানমন্ত্রী ভালো একটি রাত কাটিয়েছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যায় তার স্বাস্থ্যের উন্নতি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, প্রধানমন্ত্রী বরিস জনসনের স্বাস্থ্যের বড় অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী বিছানায় উঠে বসেছেন এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর