দুই বিশ্বযুদ্ধ ও স্প্যানিশ ফ্লুর পর করোনা জয় শতবর্ষী বৃদ্ধার

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-09 06:26:48

দুই বিশ্বযুদ্ধ ও স্প্যানিশ ফ্লুর অভিজ্ঞতা কাটিয়ে শতবর্ষী বৃদ্ধা এডা জ্যানুসো এবার করোনা জয় করলেন।

এডা জ্যানুসোর বয়স ১০৩ বছর। কিছুদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। ইতালির উত্তরের শহর লেসোনার বাসিন্দা তিনি। হাসপাতালে যখন ভর্তি হন তখন চিকিৎসকরা ভেবেছিলেন এডাকে বাঁচানো হয়ত দুঃসাধ্য হবে।

এডার পারিবারিক ডাক্তার ক্ল্যারা বলেন, কিছুদিন ধরে তিনি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। প্রচুর ক্লান্ত অনুভব করতে লাগলেন। এছাড়া অন্য কোনো লক্ষণ আমরা দেখি নি।

সুস্থ হয়ে বাড়ি ফিরে এডা বলেন, আমি প্রথম দিকে একটু জ্বর বোধ করছিলাম। পরে অসুস্থ হয়ে সপ্তাহখানেক বিছানাই পড়ে ছিলাম। আমি শুধু এটুকু মনে করতে পারি।

তিনি আরও বলেন, আমি এখন সুস্থ আছি। এখন আমি আগের নিয়মে টিভি দেখছি ও খবরের কাগজ পড়ছি।

কীভাবে এডা করোনা জয় করছেন জানতে চাইলে বলেন, সাহস, শক্তি ও বিশ্বাস। এই তিনটি জিনিস আমাকে আবার সুস্থ ও স্বাভাবিক করেছে।

এ সম্পর্কিত আরও খবর