ইতালিতে একদিনে সুস্থ ১ হাজার ৯৮৫

ইউরোপ, আন্তর্জাতিক

ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:37:49

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫৭০ জন। তবে এই একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮৫ জন। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার ৪৪৫ জন সুস্থ হয়ে নিজ পরিবারের কাছে ফিরেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫১ জন। ইতালিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৮৪৯ জন এবং আক্রান্ত হয়েছে এক লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।

এদিকে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। কত জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

করোনার বিস্তার ঠেকাতে মরিয়া ইতালি সরকার। দেশটির প্রায় ৬ কোটি নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা, খাদ্যসামগ্রীর নিশ্চয়তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।

করোনা মহামারিতে ৬ কোটি জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন চাকা সচল রাখতেও বোনাস ঘোষণা দিয়েছে ইতালি সরকার।

এ সম্পর্কিত আরও খবর