‘উদীয়মান অর্থনীতির দেশগুলোকে সাহায্য করবে জি-৭’

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 12:23:43

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে উদীয়মান অর্থনীতির দেশগুলোর অবস্থা বেশ খারাপ। তাই এই দেশগুলোকে আর্থিক এবং প্রযুক্তিগত সাহায্য করার জন্য শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ একমত পোষণ করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জাপানের অর্থমন্ত্রী তারো আসো এ কথা জানিয়েছেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স

তারো আসো বলেন, ভিডিও কনফারেন্সে মাধ্যমে শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ একমত পোষণ করেছে যে প্রাণঘাতী করোনার কারণে উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনীতি ও স্বাস্থ্য খাত ভেঙে পড়বে। তাই উদীয়মান অর্থনীতির দেশগুলোকে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো সন্দেহ নেই মহামারি করোনাভাইরাসের কারণে উদীয়মান অর্থনীতির দেশগুলো একটা অর্থনৈতিক চাপে পড়বে।

এ সম্পর্কিত আরও খবর