যুক্তরাষ্ট্রের প্রধান এয়ারলাইনস সংস্থাগুলোর সরকারি সহায়তা গ্রহণ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 08:48:13

প্রধান যাত্রীবাহী এয়ারলাইনস সংস্থাগুলো ২৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ গ্রহণ করতে সম্মত হয়েছে। ফলে চলমান সবচেয়ে বড় সংকটকালে অক্টোবর পর্যন্ত এয়ারলাইনস সংস্থার কর্মীদের চাকরির অনিশ্চয়তা দূর হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ একথা জানিয়েছে।

এয়ারলাইনস সংস্থাগুলো আশা করছে করোনাভাইরাস মহামারির কারণে যাত্রীসংখ্যার যে ৯৫ শতাংশ পতন ঘটেছে তা অক্টোবরের দিক থেকে কাটিয়ে ওঠা শুরু হবে। কিন্তু তারা এটাও আশঙ্কা করছে, এয়ারলাইনস ভ্রমণে মন্দা সামনের বছর এমনকি আরো বেশি সময় স্থায়ী হতে পারে। যে কারণে তাদের আরো এক দফা সরকারি সাহায্যের প্রয়োজন হতে পারে।

বেতন পরিশোধের জন্য মোট তহবিলের ৭০ শতাংশ পাবে বড় এয়ারলাইনস সংস্থাগুলো যা পরবর্তীতে ফেরত দিতে হবে না। ছোট সংস্থাগুলো ১০০ মিলিয়ন ডলার বা তার কম পাবে। তাদেরও এই অর্থ পরিশোধ করতে হবে না।

রাজস্ব বিভাগ রয়টার্সকে জানিয়েছে, ৬টি বড় এবং ৪টি ছোট এয়ারলাইনস সংস্থা এই সহায়তা গ্রহণ করেছে। শীঘ্রই চুক্তিগুলো চূড়ান্ত করা হবে এবং অর্থ বণ্টন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর