করোনা চিকিৎসায় চীনের ঐতিহ্যবাহী ওষুধ!

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 23:32:04

চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ও ওষুধ করোনাভাইরাস চিকিৎসার ক্ষেত্রে কার্যকর হতে পারে।

বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও কাউন্সিলর ইয়ান হুয়ালং এক বার্তায় এ বিষয়টি তুলে ধরেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বেইজিং বিশ্ববিদ্যালয়ের চায়নিজ মেডিসিন বিভাগের উপ-প্রধান ওয়াং ওয়েই এ তথ্য জানিয়ে বলেন, এ জাতীয় একটি নতুন ও অজানা রোগ মোকাবিলায় চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা ও ওষুধ প্রয়োগে নিজস্ব অনন্য সুবিধা রয়েছে।

তিনি বলেন, চীনের ঐতিহ্যবাহী চিকিৎসায় রোগের লক্ষণ, সূত্রপাতের সময়, অঞ্চল, মৌসুম ও অন্যান্য বিষয়গুলোর ওপর ভিত্তি করে প্যাথোজেনেসিস বিশ্লেষণ পরিচালনা করতে পারে। এর মাধ্যমে সিনড্রোম পার্থক্যের ভিত্তিতে চিকিৎসা চালাতে পারে।

ওয়াং বলেন, চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা অচিরেই এ রোগ মোকাবিলায় খুব দ্রুত একটি চিকিৎসা পরিকল্পনা নিয়ে আসতে পারে। চীনের ঐতিহ্যবাহী চিকিৎসায় অনেক পুরনো বইয়ে মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য অত্যন্ত সমৃদ্ধ অভিজ্ঞতা সঞ্চিত রয়েছে। আমাদের এই বইগুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করা উচিত।

ওয়াং পরামর্শ দেন চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পগুলোতে আরও অধ্যয়ন করা উচিত।

 

এ সম্পর্কিত আরও খবর