ভারতের ৮০ ভাগ করোনা রোগীই উপসর্গবিহীন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 01:20:39

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ৮০ ভাগ রোগীর শরীরেই সংক্রমণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (আইসিএমআর)।

সোমবার (২০ এপ্রিল) দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির বরাত আইসিএমআরের বিজ্ঞানী ড. রামন আর গঙ্গাখেদকার এই তথ্য জানান।

ড. রামন আর গঙ্গাখেদকার বলেন, ৮০ শতাংশ রোগীর ক্ষেত্রেই করোনাভাইরাস সংক্রমণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যা আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তাই এখন খুঁজে শনাক্ত করা ছাড়া আর কোনো উপায় নেই।

তিনি আরো বলেন, 'নতুন করে টেস্টের ধরন পরিবর্তন করার আর সুযোগ নেই। যে এলাকাগুলো সংক্রমণ প্রবণ বা হটস্পটে রয়েছে, সেখানে বসবাসকারী কারো মধ্যে ইনফ্লুয়েঞ্জা-জাতীয় অসুস্থতার লক্ষণ দেখলেই তার করোনা টেস্ট করা হচ্ছে'।

এদিকে দেশটির সরকার আশঙ্কা করছে, মে মাসের প্রথম সপ্তাহেই করোনার সংক্রমণ বেশি হবে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকেই এটি ধীরে ধীরে কমে যাবে বলে জানিয়েছেন রামন আর গঙ্গাখেদকার।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৫৩ যা এখন পর্যন্ত একদিন সবচেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে প্রাণহানি হয়েছে মারা গেছেন অন্তত ৫৫৯ জনের যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর