সর্বসম্মতিক্রমে জুরিদের রায় দিতে হবে: মার্কিন সুপ্রিম কোর্ট

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 03:31:37

মার্কিন সংবিধান অনুযায়ী সুষ্ঠু বিচার নিশ্চিত করতে গুরুতর অপরাধের ক্ষেত্রে জুরিদের রায় অবশ্যই সর্বসম্মতিক্রমে হতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্ট এ আইন জারি করেছে। এই আইনের ফলে লুইজিয়ানার একজন সাজাপ্রাপ্ত আসামির মামলা নতুন মোড় নিয়েছে।

এভানগেলিস্তো রামোস নামে ওই আসামি ২০১৪ সালে নিউ ওরলেন্সের ট্রিবেসে ফেডিসন নামে এক ব্যক্তির খুনের দায়ে সাজাপ্রাপ্ত হন। ট্রিবেসের মরদেহ ময়লার ক্যানে পাওয়া গিয়েছিল। রামোসকে এখন নতুন ট্রায়ালে নেওয়া হতে পারে।

জুরিদের রায়ে রামোসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং কোনো প্যারোলের সম্ভাবনা ছাড়াই। এই রায়ে সব জুরি সদস্যের সম্মতি ছিল না।

আমেরিকার ৫০টি রাজ্যের মধ্যে শুধু লুইজিয়ানা ও ওরেগনে জুরিদের সবার সম্মতি না থাকলেও রায় গ্রহণ করা হয়। যদিও গত বছর লুইজিয়ানায় এই আইন সংশোধন করা হয়েছে কিন্তু তার প্রয়োগ তেমন লক্ষ্য করা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর