জ্যাক মা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কিট ও মাস্ক দিচ্ছেন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-14 08:47:32

বিশ্বখ্যাত ই-কমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) অনুদান হিসেবে করোনাভাইরাস শনাক্তের কিট ও মাস্ক দিবেন বলে ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সামাজিক যোগাযোগের চীনা অনলাইন মাধ্যম ওয়েইবোতে একটি পোস্টে জ্যাক মা বলেছেন, তিনি এবং তার প্রতিষ্ঠান আলিবাবা ডব্লিউএইচওকে ১০০ মিলিয়ন ক্লিনিকাল মাস্ক, ১ মিলিয়ন এন -৯৫ মাস্ক এবং ১ মিলিয়ন টেস্ট কিট অনুদান দেবেন। ওই পোস্টে জ্যাক মা করোনাভাইরাসকে নিয়ে লিখেছেন, একটি বিশ্ব, এক লড়াই।

মা এবং আলিবাবা করোনা সহায়তা এটিই প্রথম করেছেন তা নয়।

চলতি বছরের জানুয়ারিতে ই-কমার্স সাইট আলিবাবা ঘোষণা করেছিল যে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবেই প্রদেশের উহানের চিকিৎসার জন্য ১৪১ মিলিয়ন ডলারের তহবিল স্থাপন করবে। জ্যাক মা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য ১৪.১ মিলিয়ন ডলার দান করেছেন।

জ্যাক মা ২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে বলেন, জাপানকে তিনি ১ মিলিয়ন মাস্ক অনুদান দিয়েছেন।

এছাড়াও জ্যাক মা ইরান, বাংলাদেশ ও ইউরোপের বেশ কয়েকটি দেশকে অনুদান হিসেবে মাস্ক ও করোনাভাইরাস শনাক্তের কিট দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর