ঢাকা: পাকিস্তানের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে ১৮ আগস্ট শপথ নিবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খান।
শুক্রবার (১০ আগস্ট) পিটিআই থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
ইমরান খানের নিজস্ব বাসভবনে পিটিআই’র সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে আর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো হলো- পাকিস্তানের জাতীয় সংসদের স্পীকার পদে আসাদ কায়সার, পাঞ্জাবের গভর্নর পদে চৌধুরী সারওয়ার ও পাঞ্জাব প্রদেশের স্পীকার পদে চৌধুরী পারভেজ এলাহিকে মনোনয়ন হবে।
তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে ইমরান খান পিটিআই’র নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা করছেন বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।
পিটিআই এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ি ইমরান খান ১৮ আগস্ট শপথ নেবেন পাকিস্তানের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে।
তবে প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণের তারিখ জাতীয় সংসদের স্পীকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।