যুক্তরাষ্ট্রের ওপর কড়া নজর, সংঘর্ষে জড়াবে না ইরান

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 04:14:25

তেহরান যুক্তরাষ্ট্রের সব কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি করলেও কখনো কোন দ্বন্দ্বের সূচনা করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ওয়াশিংটন ও তেহরানের উত্তেজনার পারদ বেড়ে চলার মধ্যেই এক টেলিফোন বার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে একথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট।

শনিবার (২৫ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

রুহানির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইরান আমেরিকার কর্মকাণ্ড এবং পদক্ষেপের ওপর কড়া নজর রাখছে কিন্তু কখনোই দ্বন্দ্বের সূচনাকারী হবে না।

অন্যদিকে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস নেভিকে সমস্যায় ফেলা যেকোন ইরানি জাহাজে গুলি করার নির্দেশ দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর