কিম জং উন ‘জীবিত ও সুস্থ’

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 06:17:06

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেঁচে আছেন কি না এ নিয়ে সর্বত্র জল্পনা-কল্পনা চলছে। এমন সময় কিম জং উন বেঁচে আছেন ও সুস্থ আছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জা ইন-এর শীর্ষ সুরক্ষা উপদেষ্টা।

রোববার (২৭ এপ্রিল) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, কিম জং উন বেঁচে আছেন। তিনি ১৩ এপ্রিল থেকে দেশটির পূর্বের শহর ওংসানে অবস্থান করছেন।

এখনও পর্যন্ত সন্দেহজনক গতিবিধি শনাক্ত হয়নি বলেও জানান তিনি।

দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মিনিস্টার কিম ইয়ন চুল বলেন, এখনও পর্যন্ত অস্বাভাবিক কিছু ঘটার মতো কিছু দেখিনি আমরা। এছাড়া ১১ এপ্রিল থেকে তিনি সব ধরনের কাজ থেকে বিরত আছে বলে এটা মনে করা হচ্ছে। মূলত করোনাভাইরাস সংক্রমণের কারণে তিনি নিজেকে সবকিছু থেকে দূরে রাখতে পারেন।

হার্টের অস্ত্রোপচারের পর উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। কিম জং উন গত ১৫ এপ্রিল তার দাদার জন্মদিন উদযাপনে অংশ না নেওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার ডাল পালা ছড়ায়। ১১ এপ্রিল কিম জং উন একটি রাজনৈতিক সভায় সভাপতিত্ব করেন। এরপর ১২ এপ্রিল তাকে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা যায়। এ সময় তাকে বরাবরের মতো সুস্থ ও স্বাভাবিকই মনে হয়েছে। কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি।

এদিকে কিম জংয়ের অনুপস্থিতিতে তার বোন কিম ইয়ো জং-কে উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে। ক্ষমতা হস্তান্তর করলে কিম ইয়ো জং উত্তর কোরিয়ার প্রথম মহিলা শাসক হবেন। তার দাদা কিম ইল-সংগ ১৯৪৪ সালে এই দেশটির প্রতিষ্ঠা করেছিলেন।

আরও পড়ুন: উ. কোরিয়ার নেতা কিম জং উনের জীবন সংকটাপন্ন

কিম জং উনের অসুস্থতার খবরটি আসলে গুজব

অনিশ্চিত কিম, উত্তর কোরিয়ার নেতৃত্ব বোনের দিকে!

এ সম্পর্কিত আরও খবর