সিরিয়ায় তেলের ট্রাকে বোমা বিস্ফোরণ, শিশুসহ নিহত ৪০

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 10:32:16

সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আফরিনে এক তেলের ট্রাকে বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি মিলিশিয়া বাহিনীকে এর জন্য দায়ী করেছেন।

এক টুইট বার্তায় মন্ত্রী বলেন, ‘আফরিনের কেন্দ্রে এক জনবহুল এলাকায় এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াইপিজি কুর্দিশ জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী দল সিরিয়ার উত্তরাঞ্চল থেকে তুরস্কের বাহিনীকে সরাতে বিভিন্ন হামলা পরিচালনা করছে।

২০১৮ সালের মার্চে তুরস্কের সেনাবাহিনী এবং সিরিয়ার বিদ্রোহী জোট ওয়াইপিজির কাছ থেকে আফরিন দখল করে যা মূলত একটি কুর্দিশ জেলা।

মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণটি তুরস্ক মদদপুষ্ট বাহিনীর নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ঘটানো হয়েছে। আঙ্কারা বার বার এই হামলার জন্য ওয়াইপিজিকে দায়ী করলেও এই মিলিশিয়া বাহিনী বলেছে, বেসামরিক মানুষ তাদের লক্ষ্য ছিল না।

এ সম্পর্কিত আরও খবর