রূপান্তরে দুর্বল হচ্ছে করোনা, দাবি গবেষকদের

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 23:35:48

রূপান্তরের (মিউটেশন) ফলে করোনাভাইরাস ক্রমশ দুর্বল হচ্ছে, নতুন এক গবেষণায় এমন দাবি করেছেন গবেষকেরা। ২০০৩ সালে জিনগতভাবে করোনাভাইরাসের অনুরূপ সার্স ভাইরাসও রূপান্তরিত হয়ে দুর্বল হয়েছিল।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বায়োডিজাইন ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক ড. এফরেন রিম ও তার দল নতুন এক প্রযুক্তি ব্যবহার করেছেন। এতে প্রযুক্তিটি করোনাভাইরাসের জেনেটিক কোডগুলো খুব দ্রুত শনাক্ত করতে পেরেছে। যা সার্স-কোভ-২ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ফক্স নিউজ তাদের এক প্রতিবেদন এই তথ্য জানায়।

এই প্রযুক্তি বিজ্ঞানীদের জানতে সাহায্য করেছে কীভাবে ভাইরাসটি ছড়িয়েছে এবং এর চরিত্র বদল করেছে।

জার্নাল অব ভাইরোলজিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৮২টি করোনার নমুনা গবেষকরা পরীক্ষা করে যার মধ্যে কিছু নমুনায় জিনোমের উল্লেখযোগ্য অংশ অনুপস্থিত ছিল।

২০০৩ সালে সার্সের প্রকোপ যখন কমতে শুরু করে তখন ভাইরাসটিতে জিনোমের উপাদানগুলো অনুপস্থিত দেখা যায়। করোনাভাইরাসের মিউটেশনের ফলে একই রকম জিনোমের উপাদানগুলোর অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর