প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্স ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৫ মে) অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি মাস্ক উৎপাদন কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে টাস্ক ফোর্স ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
ট্রাম্প বলেন, মাইক পেন্স ও টাস্ক ফোর্স অনেক ভালো কাজ করেছে। কিন্তু এখন আমরা একটু ভিন্নভাবে কিছু করতে চাইছি। আর এই কাজের জন্য আরেকটি গ্রুপ গঠন করা হতে পারে।
যুক্তরাষ্ট্রে এখনও প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ও মৃত্যু হচ্ছে সহস্রাধিক ।