করোনা পার্ল হারবার আক্রমণের চেয়েও শক্তিশালী: ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 14:08:19

চীনের দিকে ইঙ্গিত করে করোনাভাইরাস মহামারিকে যুক্তরাষ্ট্রে সর্বকালের সবচেয়ে খারাপ আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ মে) হোয়াইট হাউসে জাতীয় নার্স দিবসের সম্মানে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করার পর তিনি একথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবারে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে জাপানের বোমা হামলা বা নাইন ইলেভেনের হামলার চেয়ে শক্তিশালী আক্রমণ।

তিনি বলেন, তার প্রশাসন প্রাথমিকভাবে ভাইরাসের প্রাদুর্ভাব পরিচালনা করার কারণে চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৬৩ হাজার ৯২ জন আর মৃত্যুবরণ করেছে ৭৪ হাজার ৭৯৯ জন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে একটি সামুদ্রিক বাজার থেকে করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ে। এরপর তা চীনের সীমান্ত পেরিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম হয়ে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে।

এ সম্পর্কিত আরও খবর