ইতালিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫ হাজার ১৮৬ জন

ইউরোপ, আন্তর্জাতিক

ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 14:56:45

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আজও (রোববার) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজারেরও বেশি করোনা রোগী।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (১০ মে) দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৫৫ জন। এনিয়ে ইতালিতে সুস্থতার সংখ্যা ১ লাখ ৫ হাজার ১৮৬ জন।

এই দিনে মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ১৬৫ জন ও সংক্রমিত ৮০২ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৩০ হাজার ৫৬০ জন। আর আক্রান্ত দুই লাখ ১৯ হাজার ৭০ জন।

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, ইতালিতে করোনা সংক্রমণের পর থেকে রোববার সবচেয়ে কম আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ইতালির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তারা খুব শিগগিরই চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সক্ষম হবেন। এছাড়া করোনায় নতুনভাবে আক্রান্ত রোগীদের অবস্থা উন্নতি হয়েছে বলেও নিশ্চিত করেছেন তারা।

গত সোমবার (৪ মে) থেকে ইতালিতে শিথিল করা হয়েছে লকডাউন। ওইদিন থেকেই কাজে ফিরেছে দেশটির অর্ধ কোটি মানুষ।

লকডাউন শিথিলের পর থেকেই চালু হয়েছে উৎপাদন শিল্প, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে ইতালিতে । পর্যায়ক্রমে ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর