পোল্যান্ডে ৭ জুন পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 09:38:54

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৭ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখবে পোল্যান্ড।

বৃহস্পতিবার (১৪ মে) দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি-কে একথা জানিয়েছেন।

তবে এর আগে শিক্ষা উপমন্ত্রী ম্যাসিয়েজ কোপেক এই শিক্ষাবর্ষের শেষ মাস জুনের ২৬ তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।

মুখপাত্র আনা অস্ট্রোস্কা বলেন, ৭ জুনের পর শিক্ষার্থীরা বাড়িতে বসে শিক্ষা কার্যক্রমে অংশ নেবে নাকি স্কুলের পূর্ণকালীন পড়ালেখায় ফিরে যাবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ পোল্যান্ড। সংক্রমণ কমায় কয়েক সপ্তাহ হলো তারা করোনাভাইরাসের কারণে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করছে। আগামী সোমবার থেকে দেশটিতে রেস্টুরেন্ট ও সেলুন খুলে দেওয়া হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত পোলান্ডে করোনাভাইরাসে মোট ১৭ হাজার ৪৬৯ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮৬৯ জন।

এ সম্পর্কিত আরও খবর