কেরালায় ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৮৭

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 06:06:40

ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালায় ভারী বৃষ্টিপাত আর ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৮৭জন ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) কেলারার কেন্দ্রীয় থেকে রেল ও গণপরিবহন বিচ্ছিন্ন হয়েছে।

রাজ্যের বেশির ভাগ এলাকায় রেল, রাস্তাঘাট এবং বিমান সার্ভিস মারাত্নকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টিপাত চলমান থাকায় ১৪ জেলায় সর্তকতা সংকেতও জারি করা হয়েছে বলে হিন্দুন্তান টাইমসের খবরে জানা গেছে।

এই ভয়াবহ বন্যায় রেল সার্ভিসসহ সকল গণপরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। একই সঙ্গে বন্যা পরিস্থিতির হ্রাসে কেন্দ্রীয় কেরালার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল সার্ভিস ও কোচি মেট্রো সার্ভিসও বন্ধ করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় রেলের মুখপাত্র বলেন, পানি বৃদ্ধির কারণে রেল লাইন তলিয়ে যাওয়ার ফলে রেল সার্ভিস বাতিল করা হয়। মুথম ইয়ার্ড এলাকায় পানির বৃদ্ধি পাওয়া কোচি মেট্রো রেল বাতিল করা হয়।

কেরালার রাজ্য সরকারকে সকল ধরনের সাহায্য নিশ্চিত করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

রাজ্যের রাজস্ব কর্মকর্তারা বলছেন, বিমানে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনা সদস্যরা। বন্যায় আটকদের উদ্ধারে ও ত্রাণ পৌঁছাতে নৌ সদস্যরা কাজ করছে। বৃহস্পতিবার রাজ্য মুখ্যমন্ত্রী পিনয়াই বিজয়ান বন্যার পরিস্থিতি পর্যালোচনা করবেন বলেও জানান তিনি ।

এ সম্পর্কিত আরও খবর