ইসরায়েলের পশ্চিম তীর দখলের পরিকল্পনা প্রত্যাখ্যান সৌদি আরবের

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 07:35:40

ফিলিস্তিনের পশ্চিম তীরবর্তী অংশ ইসরায়েলের অংশ হিসেবে দখল করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২১ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আন্তর্জাতিক সিদ্ধান্ত লঙ্ঘিত হয় এমন একতরফা সিদ্ধান্ত নিন্দাজনক। এ ধরণের প্রক্রিয়া এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে বাধা প্রদান করে।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, সৌদি আরব থেকে ফিলিস্তিনি ও তাদের সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার পাশাপাশি নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারে বিষয়েও সমর্থন থাকবে।

এদিকে ইসরায়েলের নতুন জোট সরকার ইহুদি জনবসতি এবং পশ্চিম তীরের জর্ডান উপত্যকাকে সংযুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা করার আশাবাদ ব্যক্ত করেছে।

এমন আশাবাদের জবাবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, তিনি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমস্ত চুক্তি বাতিল করে দিচ্ছেন এবং উক্ত দেশকে তার উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেছেন।

সৌদি আরব ও পাশ্চাত্য দেশগুলোতে ইসরায়েলের এমন দখলদারিত্বমূলক বিষয় দারুণ উদ্বেগের জন্ম দিয়েছে। ইসরায়েলের সিদ্ধান্ত পরবর্তীতে আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর