বাজপেয়ীর শেষকৃত্য দিল্লীর `স্মৃতিস্থল’ শ্মশানে

ভারত, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:25:05

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বিদায় জানাতে শোকযাত্রায় মানুষের ঢল নেমেছে রাজাধানী দিল্লীর রাষ্ট্রীয় শ্মশান ‘স্মৃতিস্থলে’। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

স্মৃতিস্থলে শুক্রবার (১৭ আগস্ট) স্থানীয় সময় ৫টার দিকে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান শেষে বাজপেয়ীর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর রাজঘাটের কাছে তাঁর সমাধিস্থলে একটি স্মৃতিস্মারকও তৈরি করা হবে।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে বাজপেয়ীকে শোকযাত্রায় জাতি বর্ণ ভেদাভেদ ভুলে রাজধানী নয়া দিল্লির রাস্তায় অংশ নেয় সাধারণ মানুষ। দেশের গণমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিদেশের থেকেও ছুটে এসেছেন বাজপেয়ীর পরিচিতরা বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়।

বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কৃষ্ণ মেনন মার্গে বাজপেয়ীর বাসভবন থেকে বিজেপি (ভারতীয় জনতা পার্টি) এর সদর দফতর পর্‌্যন্ত মানুষের লম্বা লাইন পড়ে। নত মস্তকে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে শ্রদ্ধা জানান।

এরপর শুরু হয় শোকযাত্রা। এই শোকযাত্রা সম্বনয়ের দায়িত্বে আছেন সেনাবাহিনীর জওয়ানরা। যাতে শোকযাত্রায় কোনো বিভ্রাট না ঘটে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে  জওয়ানদের পাশাপাশি দিল্লি পুলিশও অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাতে নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (এমস) থেকে তাঁর মরদেহ কৃষ্ণ মেনন মার্গে বাসভবনে নিয়ে রাখা হয়।

সকালে তাঁর বাসভবন থেকে ছয় কিলোমিটার দূরে দীনদয়াল উপধ্যায় মার্গে অবস্থিত বিজেপির নবনির্মিত সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

দীর্ঘদিন বিজেপির রাশ বাজপেয়ীর হাতে থাকলেও দলের নবনির্মিত কার্যালয়ে কখনও তিনি দল পরিচালনা করেননি। এরপরও এই নতুন অফিসে তাঁকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

প্রয়াত নেতাকে দলীয় সদর দফতরে শ্রদ্ধা জানান দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজিপি প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি, বিজেপি সভাপতি অমিত শাহ, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেসহ বিজেপির শীর্ষ নেতারা। এছাড়াও দলমত নির্বিশেষে বিরোধী রাজনীতিক দলের প্রতিনিধিরাও শ্রদ্ধা জানাতে আসেন।

অন্যদিকে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই সোয়া ৪ টার দিকে বাজপেয়ীকে শ্রদ্ধা জানতে দিল্লীতে ছুটে আসেন। বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও রাজধানীতে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন।  শেষকৃত্য অনুষ্ঠানে ছিলেন  ভুটানের রাজা।

অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। শোক পালন করতে আজ বিভিন্ন রাজ্য সরকারও ছুটি ঘোষণা করেছে।

 

এ সম্পর্কিত আরও খবর